কোচসিসে যেকোনো নোটিশ দিলে তা চলে যাবে যার যার নিজস্ব কোচসিস একাউন্টে এবং মোবাইলে এসএমএস হিসেবে। নোটিশ দেয়ার সময় সিলেক্ট করে দেয়া যায় এটা শিক্ষকদের জন্য দেয়া নোটিশ নাকি শিক্ষার্থীদের জন্য দেয়া। চাইলে দেয়া যাবে নির্দিষ্ট কোনো কোর্সের নির্দিষ্ট কোনো ব্যাচে কিংবা সবাইকে। আর এসএমএস নোটিফিকেশনে এই ইভেন্ট এনাবল করা থাকলে অনলাইনের পাশাপাশি চলে যাবে সবার মোবাইলেও।