সাধারণ

https://coachsys.app/free-trial
ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণের পর আপনাকে ডেমো লিংকে নেয়া হবে।
ডেমোতে লগইনের জন্য আপনার ইমেইল বা পাসওয়ার্ড কিছুই দেয়া লাগবে না। দেয়াই আছে। ক্লিক করলেই লগইন হয়ে যাবে।

Category: সাধারণ

কোচসিস রেগুলার মূলত কোচিং বা ট্রেনিং সেন্টার ম্যানেজমেন্ট সিস্টেম। আর কোচসিস প্রিমিয়াম হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেমের পাশাপাশি পুরো প্রতিষ্ঠানের সব কার্যক্রম অনলাইনে পরিচালনা করার মাধ্যম। এই মুহূর্তে কোচসিস রেগুলার আর প্রিমিয়ামের পার্থক্য হচ্ছে অনলাইনে লাইভ ক্লাস নেয়ার ফিচার প্রিমিয়ামে আছে, রেগুলারে নেই। কিন্তু সামনে আরো অনেক ফিচার যোগ হবে প্রিমিয়ামে। প্রিমিয়ামের গ্রাহকদের সেসব ফিচারের জন্য সাবস্ক্রিপশন ফি এর বাইরে নতুন করে কোনো ফি পরিশোধ করতে হবে না।

Category: সাধারণ

কোচসিস রেগুলার ও কোচসিস প্রিমিয়াম দুটোর সেবামূল্যই আমাদের সাইটে দেয়া আছে।
https://coachsys.app/service-charge/
https://coachsys.app/premium-service-charge/

প্রথমে এককালীন ইনস্টলেশন চার্জ প্রযোজ্য। এরপর মোট শিক্ষার্থী সংখ্যার ওপর ভিত্তি করে মাসিক চার্জ প্রযোজ্য। এর বাইরে এসএমএস সুবিধা ব্যবহার করতে চাইলে প্রয়োজন অনুযায়ী বাল্ক এসএমএস কিনে ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা।

Category: সাধারণ

না, এমন সুযোগ নেই। কোচসিসের সাবস্ক্রিপশন কোনো মাসে পরিশোধ না করলে তার পরের মাসেই আপনার একাউন্ট সমস্ত ডাটা সহ ডিলিট হয়ে যাবে। কোনো এক বা দুই মাস বন্ধ রেখে আবার চালুর সুযোগ নেই, কারণ, যে এক বা দুই মাস আপনি আপনার একাউন্ট বন্ধ রাখবেন সেই সময়ের সার্ভার খরচও আমাদের বহন করতে হবে। সেজন্য একান্তই বন্ধ রাখতে চাইলে আপনি বন্ধ রাখতে পারেন, কিন্তু পরবর্তীতে শুরু করার সময় আপনি আপনার পূর্বের ডাটা আর পাবেন না।

Category: সাধারণ

কোচসিস লাইভ ক্লাস ফিচার যেকোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য।
এর বাইরে এর সাধারণ ফিচারসমূহ যেকোনো ধরনের একাডেমিক বা নন-একাডেমিক কোচিং বা ট্রেনিং সেন্টারের জন্য বিশেষভাবে তৈরি।

Category: সাধারণ

লাইভ ক্লাসের সম্পূর্ণ সুবিধা যেকোনো স্কুল কলেজ নিতে পারবে।
কোচসিস প্রধানত কোচিং ও ট্রেনিং সেন্টারের জন্য নির্মিত। তাই স্কুল বা কলেজের সব ধরনের ফিচার এখানে পাওয়া যাবে না। তবে বেসিক কিছু ফিচার যেমন, শিক্ষার্থীর বেতন, শিক্ষকের বেতন, অফিসের খাতভিত্তিক ব্যয় এর হিসেব, প্রোডাক্ট এর স্টক (ইনভেন্টরি), নোটিশ, সাপ্তাহিক বা মাসিক পরীক্ষার ফল কোচসিসের মাধ্যমে দেয়া সম্ভব। আর প্রতিটা ইভেন্টেই (পেমেন্ট, নোটিশ, রেজাল্টে) এসএমএস দেয়ার ফিচার। কোচসিসের ডেমো দেখে সিদ্ধান্ত নিন। https://coachsys.app/demo-request/

Category: সাধারণ

না। নির্দিষ্ট কোনো গ্রাহকের জন্য অর্থের বিনিময়ে আলাদা কোনো নতুন ফিচার আমরা ডেভেলপ করি না। তবে কোচসিস এর গ্রাহকদের কাছ থেকে আমরা নিয়মিতই নতুন ফিচারের সাজেশন নিয়ে থাকি। বর্তমান গ্রাহকদের সাজেশনের ভিত্তিতেই আমাদের ভবিষ্যতের ফিচারগুলো আমরা ডেভেলপ করি। যে ফিচারগুলোর জন্য গ্রাহকদের আলাদা কোনো অর্থ পরিশোধ করতে হয় না। রেগুলার এবং প্রিমিয়াম দুই ধরনের গ্রাহকেরা এভাবেই নিয়মিত নতুন আপডেট পেয়ে থাকেন।

Category: সাধারণ

না, এমন কোনো সুযোগ নেই। যেহেতু প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আমরা কাজ করি এবং গ্রাহকদের যেকোনো সমস্যায় আমরা সাপোর্ট দিয়ে থাকি, তাই মাসিক সাবস্ক্রিপশন ফি না নেয়ার সুযোগ আমাদের নেই। গ্রাহকদেরও উচিৎ একসাথে পুরো অর্থ পরিশোধ করে সফটওয়্যার নেয়ার চিন্তা না করা। যেহেতু এই ধরনের এন্টারপ্রাইজ সফটওয়্যার যতোটা না পণ্য তার চেয়ে বেশি সার্ভিস, তাই যাতে করে যেকোনো সময় যেকোনো সাপোর্টে তারা সফটওয়্যার কোম্পানিকে পাশে পান।

Category: সাধারণ

লাইভ ক্লাস

লাইভ ক্লাস নেয়ার জন্য বিশেষ কিছুর প্রয়োজন নেই। শুধু ইন্টারনেট সংযোগ আর একটি ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার। এর পাশাপাশি হেডফোন আর ভাল ছবি পেতে চাইলে ওয়েবক্যাম। ব্যস, যথেষ্ট।

হ্যাঁ, শিক্ষার্থীরা মোবাইল (স্মার্টফোন) দিয়ে লাইভ ক্লাসে জয়েন করতে পারবে। ডেস্কটপ বা ল্যাপটপ দিয়েও পারবে। তবে, শিক্ষক, যিনি ক্লাস নিবেন তাকে অবশ্যই ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে ক্লাস নিতে হবে।

না, লাইভ ক্লাসের জন্য কোনো মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে না। কোচসিস ব্রাউজারভিত্তিক ওয়েব অ্যাপ। তাই, সব কার্যক্রম ব্রাউজার দিয়েই চলে। এজন্য আলাদা অ্যাপ ডাউনলোডের ঝামেলা নেই।

অন্য অ্যাপ এর মত আমাদের কোনো সেশন লিমিট নেই। অর্থাৎ, ৪০ মিনিট বা ১ ঘণ্টা নয়, আপনি আনলিমিটেড ডিউরেশন ধরে ক্লাস নিতে পারবেন এক সেশনে।

বর্তমানে কোচসিসে লাইভ ক্লাসে একটি সেশনে একসাথে সর্বোচ্চ ৭০ জন শিক্ষার্থী জয়েন করতে পারেন। যদিও আমরা ভাল সম্প্রচার মানের জন্য সংখ্যাটি ৫০ থেকে ৬০ এর মধ্যে সীমাবদ্ধ রাখার অনুরোধ জানাই। আমরা চেষ্টা করছি সংখ্যাটি বাড়ানোর জন্য, তবে এই মুহূর্তে এটি সর্বোচ্চ ৭০।

লাইভ ক্লাসে একসাথে একই সময়ে আনলিমিটেড সংখ্যক সেশন নেয়া যায়। অর্থাৎ একটি কোচসিস একাউন্টে যতজন শিক্ষক থাকুক তারা সবাইই একই সময়ে একাধিক ব্যাচের একাধিক ক্লাস একইসাথে নিতে পারবেন।