fbpx

স্টুডেন্ট পোর্টাল

ভর্তির সাথে সাথেই শিক্ষার্থীদের নিজস্ব একাউন্ট তৈরি হয়ে যাবে। সেই একাউন্টে লগইন করে নিজের ভর্তির তথ্য, ক্লাস শিডিউল, নোটিশ, উপস্থিতির রিপোর্ট, লেকচার শিট, পরীক্ষার ফলাফল, পরীক্ষার শিডিউল – দেখে নিতে পারবেন। দেখতে পাবেন তার কোর্স সম্পর্কিত বিলগুলো এবং সেগুলোর কোনোটার বকেয়া আছে কিনাসহ পুরো পেমেন্ট হিস্ট্রি। যেকোনো জিজ্ঞাসায় এডমিনদের সাথে সরাসরি লাইভ চ্যাটে কথা বলতে পারবেন যেকোনো সময়। একাডেমির ইনস্ট্যান্সটি কোচসিস প্রিমিয়াম হলে তার ড্যাশবোর্ড থেকেই যোগ দিতে পারবেন লাইভ ক্লাসে।