কোচসিসের গ্রাহকদের প্রচারণার সুবিধার্থে কোচসিস এর প্যানেল থেকেই সরাসরি বাল্ক এসএমএস মার্কেটিং করার সুযোগ আছে। বিভিন্ন ক্যাটাগরিতে এখানে টার্গেট ক্লায়েন্টের ফোন নাম্বার ও নাম এন্ট্রি করা যায় যাতে করে এসএমএস মার্কেটিং এর সময় সেই নির্দিষ্ট ক্যাটাগরির শিক্ষার্থীর কাছেই এসএমএস পাঠানো যায়।

তবে সবচেয়ে ইউনিক ফিচার হল, এসএমএস পাঠানোর সময়েই ক্লায়েন্টের নাম মেনশন করার সুযোগ। এসএমএস লেখার সময় শর্টকোড ব্যবহার করে এসএমএস পাঠালে যেই ফোন নাম্বার যে নামে এন্ট্রি করা হয়েছিলো তার কাছে সেই নামের সম্বোধনেই এসএমএস চলে যায়। আলাদা করে লেখার প্রয়োজন পড়ে না। আর এসএমএস-এ ক্লায়েন্টের নাম উল্লেখ থাকায় এটা মার্কেটিং-এ বেশ ভাল প্রভাব ফেলে।

এর পাশাপাশি ক্লায়েন্টের ফোন নাম্বার এন্ট্রির সময় যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই একসাথে অনেকগুলো নাম্বার এন্ট্রি করা হয়, তাই সিংগেল এন্ট্রির পাশাপাশি এক্সেল ফাইল আপলোড করে বাল্ক এন্ট্রির সুবিধাও আছে।

কোচসিসের প্রতিটি গ্রাহকের জন্য আছে নিজস্ব প্রো এসএমএস একাউন্ট। এই একাউন্টে কোচসিস থেকেই লগইন করে দেখে নিতে পারেন এসএমএস এর বিস্তারিত রিপোর্ট। কখন কার কাছে কোন এসএমএস গেলো। ডেলিভারি হল কিনা, না হলে কেন হল না, তার সম্পূর্ণ তথ্য দেখতে পাবেন প্রো এসএমএস একাউন্টে। উল্লেখ্য, এসএমএস এর চার্জ কোচসিসের সাবস্ক্রিপশন ফি এর সাথে সংযুক্ত নয়। এর জন্য প্রো এসএমএস এর নির্ধারিত প্যাকেজ অনুযায়ী চার্জ প্রযোজ্য।