কোচসিস এর সাহায্যে কোনো ডিভাইসের সাহায্য ছাড়াই সরাসরি সফটওয়্যার থেকেই নেয়া যায় প্রতিটা ক্লাসের উপস্থিতি যা আবার সাথে সাথে অভিভাবকের কাছে মোবাইল এসএমএস এর মাধ্যমে পাঠানো যায়। উপস্থিতি নিতে পারেন এডমিন নিজেই কিংবা সেই ক্লাসে এসাইন করা শিক্ষক।
শুধু দৈনিক উপস্থিতিই নয়, মাসিক উপস্থিতির পূর্নাংগ রিপোর্টও এসএমএস-এ পাঠানোর সুযোগ আছে। আর শিক্ষার্থী বা অভিভাবক নিজের একাউন্টে লগইন করে যেকোনো সময়ের উপস্থিতির তথ্য দেখার সুযোগ তো আছেই। কোচসিস প্রিমিয়াম ইনস্ট্যান্স হলে লাইভ ক্লাসে শিক্ষার্থীরা অংশ নিলে তাদের উপস্থিতি স্বয়ংক্রিয়ভাবে নিয়ে নিবে কোচসিস। আলাদা করে শিক্ষক বা শিক্ষার্থীর কিছু করতে হবে না।