fbpx
কোচসিস ফ্রাঞ্চাইজি
স্বল্প বিনিয়োগে সর্বোচ্চ উপার্জন
৫০% পর্যন্ত কমিশন আয়ের সুযোগ
কেন নিবেন কোচসিস ফ্রাঞ্চাইজি?

একান্ত নিজের ব্যবসা।
কোচসিস ফ্রাঞ্চাইজি কোনো চাকরি নয়। এটি আপনার নিজের ব্যবসা। আপনার মার্কেটিং এর সফলতার উপর নির্ভর করবে আপনার আয়, যার নিয়ন্ত্রণ আপনারই হাতে।

৫০% পর্যন্ত কমিশন!
অবিশ্বাস্য শোনালেও কোচসিস তার ফ্রাঞ্চাইজিদের সত্যিই ৫০% পর্যন্ত কমিশন দিয়ে থাকে। কমিশনের শতকরা হার নির্ভর করে ফ্রাঞ্চাইজির সফলতার ওপর। যদি আপনি মনে করেন, আপনার পক্ষে সফল হওয়া সম্ভব, তাহলে ফর্ম ফিলাপ করুন এখনই।

স্বল্প বিনিয়োগে শুরু
কোচসিসের ফ্রাঞ্চাইজির জন্য আবেদন করতে যেসব শর্ত পূরণ করতে হয় তার জন্য খুব বড় বিনিয়োগের প্রয়োজন পড়ে না।
ফ্রাঞ্চাইজি নেয়ার জা

এক জেলায় একটিই ফ্রাঞ্চাইজি
কোচসিসের ফ্রাঞ্চাইজির আবেদনকারীদের মধ্যে থেকে নির্বাচিত একজনই একটি জেলায় থাকবেন। কখনোই একাধিক নয়। কাজের সততা আর সঠিক পারফরম্যান্স অব্যাহত থাকলে তার ফ্রাঞ্চাইজি বাতিলের সুযোগ নেই। আবার বাতিল না করে একই জেলায় একাধিক ফ্রাঞ্চাইজি দেয়ার সুযোগও নেই। এটাই কোচসিসের ফ্রাঞ্চাইজিদের অন্যতম বড় শক্তি।

বিশেষ প্রশিক্ষণ সহায়তা।
কোচসিসের ফ্রাঞ্চাইজিদের নিয়মিত সাপ্তাহিক প্রশিক্ষণ দেয়া হয়। কোচসিসের টেকনিক্যাল বিষয় থেকে শুরু করে মার্কেটিং এবং সিআরএম এর ব্যবহার নিয়েও। আর তাই আসে সর্বোচ্চ আউটপুট।

কাজের স্বচ্ছতা।
কোচসিসের ফ্রাঞ্চাইজিদের প্রত্যেকে বাধ্যতামূলকভাবে সিআরএম ব্যবহার করায় তাদের দৈনিক রিপোর্টিং এর জায়গায় থাকেন পূর্ণ স্বচ্ছতা। একইসাথে কোচসিসের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রাহকদের জন্য নেয়া প্রতিটি পদক্ষেপও ফ্রাঞ্চাইজি জানতে পারে সাথে সাথে।

স্থায়ী মুনাফা
যেহেতু কোচসিস সাবস্ক্রিপশন ভিত্তিক প্ল্যাটফর্ম। সুতরাং যতদিন একজন গ্রাহক সাবস্ক্রিপশন ফি পরিশোধ করে যাবেন ততদিনই তার অংশীদার হওয়ার সুযোগ পাবেন ফ্রাঞ্চাইজিরা। তাই একবার ক্লায়েন্ট অনবোর্ড করার মাধ্যমেই কোচসিস ফ্রাঞ্চাইজিরা পেয়ে যাচ্ছেন স্থায়ী কমিশন পাওয়ার সুযোগ। শুধু পরিচর্যা করতে হবে ক্লায়েন্টের, যাতে তাকে হারাতে না হয়।